৭৪ তম কান চলচ্চিত্র উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিনের পৃষ্ঠপোষকতায় টপ মডেল নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ড খেতাবপ্রাপ্ত তারকা অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় অংশ নিয়ে হয়েছেন চ্যাম্পিয়ন। বর্তমানে এই মডেল বসবাস করছেন আয়ারল্যান্ডে।
মডেলিংয়ের পাশাপাশি তার সাহসের প্রশংসাও করেন অনেকেই। অনেক আগে থেকেই তার ভাবনা ছিল— কীভাবে বাঙালি হয়েও সাহসী হয়ে ওঠা যায়। হয়তো এই ভাবনা থেকেই আজ তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশের কোটি মানুষের কাছে পরিচিত। এমনকি শোবিজের অনেকেরই আইডল তিনি।
সময়ের সাথে পাল্লা দিয়ে প্রিয়তি দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের ফটোশুটে। বিশেষ করে বিকিনি ফটোশুট বেশ জনপ্রিয়তা এনে দিয়েছে তাকে। এমনকি নগ্ন ফটোশুটও করেছেন তিনি। ইতিপূর্বে নগ্ন শরীরে পেইন্ট করে ও লাল বিকিনি পরা ছবিতে নেটিজেনদের তোপের মুখে পরেছিলেন তিনি।
গতকাল শনিবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু নগ্ন ছবি পোস্ট করেছেন প্রিয়তি। তার এই নগ্ন ছবি তুলেছেন আলোচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী৷ ছবিগুলো প্রকাশের পর থেকেই অনেকেই বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে এমন ছবি তোলা ও প্রকাশের সমালোচনাও করছেন। আবার কেউ কেউ ফটোগ্রাফারের ধৈর্য নিয়েও প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি ২৩ আগস্ট আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়তি। এই নিয়ে তৃতীয়বারের মতো সন্তানের মা হন। সেই সময় ফেসবুকে তিন ছেলেমেয়ের ছবি প্রকাশ করে প্রিয়তি লিখেছিলেন— পরিচিত হয়ে নেওয়া যাক, আমাদের পরিবারের নতুন সদস্য আলিফ আবরাজ ও মৌনীরা মীমের ছোট্ট বোন লাভিশা লামের সঙ্গে।