হঠাৎ একদিন চলে এসো তুমি…
প্রজাপতির মত পাখা মেলে একঝাঁক সুখ হয়ে!
নতুন স্বপ্নের সারথী সংজ্ঞা, উদহরণ হয়ে অথবা বিধ্বংসী ঝড় হয়ে, ধ্বংস হয়ে!
উন্মুক্ত দাবানলের মত একান্তই আমার হয়ে।
হঠাৎ চলে এসো তুমি…
চৈত্রের পোড়াবুকে একজোড়া শীতল চোখ হয়ে, অঝড় বৃষ্টির মত অশ্রুভেজা মন নিয়ে।
চলে এসো তুমি…
বুকে জমাট ক্ষত, যন্ত্রণা, বিরহ-বেদনা সয়ে।
একদিন চলে এসো তুমি,
সকালের ঝড়া ফুল ভেবে
আমায় কুড়িয়ে নিতে, তীব্র মমতায় জমিয়ে রাখা দু:খগুলি ছুঁয়ে দিতে।
তুমি আসবে তো?
আমার স্বাধের সন্ধ্যা প্রদীপ
আচমকা নিভিয়ে দিতে।
পাশাপাশি বসে অন্ধকারে জোনাক হতে??
একদিন কাউকে কিছু না বলেই
হঠাৎ চলে এসো তুমি,
এই নশ্বর পৃথিবীর অঢেল মায়ায় আমার হতে!!
শুধু আমায় নিতে…