দেবব্রত সুবীরের কবিতা

রাজ পথ দখলে রেখেছে?
কোথায় রাজা?
কোথায় রাজ পথ?

প্রজা পথ তৈরী হোক
আমারা হাটবো সেখানে
রাজাদের উৎকট ঝামালে এড়িয়ে

আমরা আমাদের রাজ্যচালিয়ে
তোমাদের সাহায্য করি
তোমরা প্রহরী পুষো

আবার সভ্যতা ধ্বংস হবে
কতৃত্ববাদী সিমানা থাকবে না
একক থেকে বহুত্ববাদী সময় আসবে?

দখল ছাড়া ক্ষমতার কোন উদ্দেশ্য নেই
ঘৃনা করা ছাড়া এখন আর কোন প্রার্থণা নেই
দখলের পায়তারা ছাড়া কোন রাজনিতী নেই

গরীবের ক্ষুধা ছাড়া কোন শত্রু নেই
কারো দেশ নেই
করো কিছুই থাকেনা কখনো

ভারাটে মানুষ দাসত্বের পাল
তোমাদের দখলের শুপ্ত বাসনা মরে যাক
বাঁচুক মানুষ বা্চুক সবাই

দখল করোনা কারো কিছু।

ব্লাক এন্ড হোয়াইট
দেবব্রত সুবীর
১০/১২/২২

  • Related Posts

    ‘রাজকুমারী’

    সে মুখখানি ভুলে গেলে, পৃথিবী ভুলে যাবে নিজের ঘূর্ণিপথ। ভুলে ভুলে ভরে যাবে ছায়াতল-সমুদ্র, পুড়ে যাওয়া ছাই, রংপাল্টে হলুদ হয়ে যাবে শ্মশানে’র মাটিতে৷ তছনছ হয়ে যাবে দ্রাঘিমা, কক্ষপথে’র ছন্দহীনতায়: নিশ্চিহ্ন…

    আবু তাহের রিপনের কবিতা :

    অন্ধকার হয়ে গেছে… আর তুমি নাই আমি অলস, নিরবতায়… না আমি তোমাকে ভালোবাসতে পারবো না… এটা নির্জনতার মধ্যে ভালোবাসা! এটা স্তব্ধতা, অন্ধকার !!! তার মাঝে আমি নিজেকে জড়িয়ে ধরি… এটা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *