রাজ পথ দখলে রেখেছে?
কোথায় রাজা?
কোথায় রাজ পথ?
প্রজা পথ তৈরী হোক
আমারা হাটবো সেখানে
রাজাদের উৎকট ঝামালে এড়িয়ে
আমরা আমাদের রাজ্যচালিয়ে
তোমাদের সাহায্য করি
তোমরা প্রহরী পুষো
আবার সভ্যতা ধ্বংস হবে
কতৃত্ববাদী সিমানা থাকবে না
একক থেকে বহুত্ববাদী সময় আসবে?
দখল ছাড়া ক্ষমতার কোন উদ্দেশ্য নেই
ঘৃনা করা ছাড়া এখন আর কোন প্রার্থণা নেই
দখলের পায়তারা ছাড়া কোন রাজনিতী নেই
গরীবের ক্ষুধা ছাড়া কোন শত্রু নেই
কারো দেশ নেই
করো কিছুই থাকেনা কখনো
ভারাটে মানুষ দাসত্বের পাল
তোমাদের দখলের শুপ্ত বাসনা মরে যাক
বাঁচুক মানুষ বা্চুক সবাই
দখল করোনা কারো কিছু।
ব্লাক এন্ড হোয়াইট
দেবব্রত সুবীর
১০/১২/২২