বাংলাদেশের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত সরকার: বিজেপি নেতা

সংবাদ বিভাগ: পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার ঘটনায় পূণরায় বাংলাদেশকে হুমকি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ ছাড়াও তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মাদ ইউনুসকে উদ্দেশ্য করে অপমানজনক বক্তব্য দেন৷

মঙ্গলবার ২৪ ই ডিসেম্বর বিধানসভার বাহিরে বিজেপি নেতা শুভেন্দু বলেন, ভারত সরকার বাংলাদেশের চিঠি সম্ভবত ডাস্টবিনে ফেলে দিয়েছেন। এর পাশাপাশি নাবালক উপদেষ্টাদের নিয়ে অবমাননাকর উগ্রবাদী বক্তব্য দেন। তিনি বলেন এই ভারতই বঙ্গবন্ধু সহ তার পরিবারকে পাকিস্তানের হাত থেকে বাঁচিয়ে একাত্তরে আশ্রয় দিয়েছিলো। এই ভারত স্বয়ং চীনকেও ভয় পায়না। সেখানে বাংলাদেশ তো চুনোপুঁটি৷

তিনি আরো বলেন, যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছেন, তাদের গোলাম নিজামির মত গলায় দড়ি পরতে হবে। তিনি কটাক্ষ করে বাংলাদেশ এবং বাংলাদেশের সরকারের প্রতি উগ্রবাদী বক্তব্য দেন। তিনি বাংলাদেশকে তাচ্ছিল্য করে হুমকি স্বরূপ হুশিয়ার করেন।

—নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    তুরস্কের শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান

    সংবাদ বিভাগ: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশে শিল্প কারখানা ও প্রযুক্তি স্থানান্তর, আরও বেশি বিনিয়োগ নিয়ে আসা এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকায়…

    মোদীর ওপর ফুসে উঠেছে ভারতীয়’রা

    সংবাদ বিভাগ: মোদী প্রশাসনের উপর ফুসে উঠেছে ভারতীয়রা, মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখর ভারতের দিল্লি, ভারতীয় প্রায় সর্বশ্রেণীর জনতা, কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে তৈরি হয়েছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *