শত শতাব্দীর অন্ধকার পুষে রাখি হৃদপিন্ডের ভেতরে, তোমাকে রাখি রক্ত কণিকায়, শিহরণে, মস্তিষ্কের শরীর জুড়ে!
আমি মরে গেলেও যেন
মাথার ভেতর তুমি নামের এক
মহাকাব্য ঘুরে…
-রাশিদুল হাসান
সে মুখখানি ভুলে গেলে, পৃথিবী ভুলে যাবে নিজের ঘূর্ণিপথ। ভুলে ভুলে ভরে যাবে ছায়াতল-সমুদ্র, পুড়ে যাওয়া ছাই, রংপাল্টে হলুদ হয়ে যাবে শ্মশানে’র মাটিতে৷ তছনছ হয়ে যাবে দ্রাঘিমা, কক্ষপথে’র ছন্দহীনতায়: নিশ্চিহ্ন…
অন্ধকার হয়ে গেছে… আর তুমি নাই আমি অলস, নিরবতায়… না আমি তোমাকে ভালোবাসতে পারবো না… এটা নির্জনতার মধ্যে ভালোবাসা! এটা স্তব্ধতা, অন্ধকার !!! তার মাঝে আমি নিজেকে জড়িয়ে ধরি… এটা…