অন্ধকার হয়ে গেছে…
আর তুমি নাই
আমি অলস,
নিরবতায়…
না আমি তোমাকে ভালোবাসতে পারবো না…
এটা নির্জনতার মধ্যে ভালোবাসা!
এটা স্তব্ধতা,
অন্ধকার !!!
তার মাঝে আমি নিজেকে জড়িয়ে ধরি…
এটা প্রেম যা পুড়িয়ে দেয়,
ভালোবাসা যা পুড়ে যায়
নির্জনতায়…
.
-আবু তাহের রিপন