সংবাদ বিভাগ: সখিপুর ৩০/১২/২০২৪ ইং এক জনসভায় বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম বলেন, সখিপুরের মাটি ও মানুষের প্রশ্নে কোনদিন আপোষ করিনি, করবো না। আপনারা আমাকে সুযোগ দিবেন, আমি এমন কিছু করবো যেন সখিপুরের মানুষ শত শত বছর নিশ্চিন্তে ঘুমাতে পারে, আল্লাহর রহমতে যদি সুখিপুরের মানুষের ভোটে নির্বাচিত হতে পারি আটিয়া বন- আইন ৮৭ সংসদে বসে বাতিল করবো, ইনশাল্লাহ, এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরো বলেন, বন বিভাগের কোন কর্মকর্তা যেন কাউকে কোন অত্যাচার না করতে পারে, তিনি তার নিজের ফোন নম্বর নম্বর জনসম্মুখে প্রকাশ করে বলেন আমার নাম্বার রেকর্ড করে রাখুন যেকোনো সময় আপনাদের প্রয়োজনে আমি পাশে ছুটে যাবো ইনশাল্লাহ। যে আইন হয়েছে সেটা একটা কালো আইন, যাদের বাড়িঘর উচ্ছেদ করতে চায় তারা আজ কাল থেকে নয় শত শত বছর ধরে তারা এখানে বসবাস করে আসছে। আমাদের শত বছরের বসত ভিটা থেকে উচ্ছেদ করবেন? কোথায় যাব? এমন একটি বাক্য ছুড়ে দিয়ে তিনি বলেন, আমি রাজনীতি করি সখিপুর, বাসাইলে, এখানকার মানুষের যদি বসতভিটা’র নিরাপত্তাই না দিতে পারি তাহলে সমস্ত রাজনীতি তো ব্যর্থ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে শপথ করে বলছি আপনাদের ভোটে নির্বাচিত হলে প্রাণপ্রিয় সখিপুর ও বাসাইলবাসীর পাশে থাকবো জীবনের সবটুকু দিয়ে। বিএনপি পাশে থাকবে,। আমি রাজনীতি করি সৎ আদর্শ নীতি’র ওপর ভিত্তি করে যদি সখিপুর বাসাইলের মানুষের জীবনের নিরাপত্তা না দিতে পারি তাহলে আমার জীবনের পুরো রাজনীতিই ব্যর্থতায় পর্যবসিত হবে।। আমি বেঁচে থাকতে তা হতে দেব না।।
হিথ্রো বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে খালেদা জিয়া
সংবাদ বিভাগ: বুধবার (৮ই জানুয়ারি) লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল প্রদান…