“অমর একুশে বইমেলা ২৫ আসছে লেখক আরমান হোসেনের দু’টি বই। “

বছর ঘুরে চলে এসেছে “অমর একুশে বইমেলা ২০২৫”।আগামী ১ এ ফেব্রুয়ারি থেকে ২৮ এ ফেব্রুয়ারী অবধি চলবে জাতীয় বইমেলা। বই মেলা অনুষ্ঠিত হবে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। বইমেলার দায়িত্বে রয়েছে বাংলা একাডেমি।

অমর একুশের বইমেলা উপলক্ষে প্রতিবছরই হরেকরকম বইয়ের নতুন প্রকাশ হয়। নবিন প্রবীণ লেখকদের নতুন নতুন বইয়ে বইমেলা প্রাণকেন্দ্রিক হয়ে উঠে। বই প্রেমিদের জন্য একটি উল্লাস নিয়ে ফেব্রুয়ারী মাসব্যাপি এই বইমেলা।

এবারের অমর একুশে বইমেলা ২০২৫ এ শত শত নবীন লেখকদের বই প্রকাশ পেয়েছে। প্রবীণদের নতুন গল্প, নতুন কবিতা নিয়ে বই প্রকাশ হচ্ছে৷ তেমনি একজন প্রবীণ লেখক আরমান হোসেনেরও দুইটি বই আসছে বইমেলাকে কেন্দ্র করে৷

লেখক আরমান হোসেনের এবারের বইমেলায় দুইটি উপন্যাস প্রকাশ পাবে। জ্ঞানকোষ প্রকাশনী থেকে ” বর্ষার রূপকথা ” বইটি প্রকাশ পেয়েছে। এটি একটি রোমান্টিক উপন্যাস। বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার ২৪ নাম্বার প্যাভিলিয়নে৷

পাশাপাশি লেখক আরমানের আরেকটি বই আসছে নবকথন প্রকাশনী থেকে। বইটির নাম “শেষ দেখা ২”। এটি একটি রোমান্টিক উপন্যাস। বইমেলা ২০২৩ এ “শেষ দেখা ১” বইটিও লেখক আরমান হোসেন প্রকাশ করেছিলেন৷ বইমেলায় “শেষ দেখা ২” পাওয়া যাবে নবকথন প্রকাশনীর ৭৭৩-৭৭৪ নং স্টলে৷

ঘরে বসে আরমান হোসেনের যে কোন বই পাবেন৷ রকমারি অনলাইন বইমেলা, রকমারি বুকশপে, বুকলেট ডট কমে,আমার বই ডট কম।

বইকে ভালোবাসুন! বই কিনুন! বই কিনে কেউ দেউলিয়া হয়না।
আসছে ফেব্রুয়ারীর বইমেলার জন্য সকল লেখক পাঠকদের জন্য শুভকামনা।

  • Related Posts

    “সৈয়দ জামিলের অনেক কথা সত্য নয়” – ফারুকী

    সংবাদ বিভাগ: (১ মার্চ ২০২৫ ইং) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে আকস্মিক পদত্যাগ করা সৈয়দ জামিল আহমেদ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কোলাজ: ইউএনবি ফারুকী বলেন, ‘শুধু…

    বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক তানজিমের জনপ্রিয় উপন্যাস “মুয়াযযিন”।

    অমর একুশে বইমেলা ২০২৫ পাঠকের ভীড়ে জমে উঠেছে। নতুন নতুন লেখকদের পাশাপাশি প্রবীণ এবং মধ্যম ঘরনার লেখকদেরও বইমেলাকে কেন্দ্র করে নতুন বই প্রকাশিত হয়েছে। তেমনি বইমেলা ২০২৫ উপলক্ষে স্বাধীনতার ৫৩…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *