এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

সংবাদ বিভাগ: বৈশ্বিক রাজনীতিতে যখন বিশ্বযুদ্ধে’র দামামা, বিশ্ব নিয়ন্ত্রক দেশগুলির মধ্যে ক্ষমতার ভাগাভাগীর দাম্ভিক উত্তেজনা, বাংলাদেশে ঘটে গেল এক ঐতিহাসিক মুহূর্ত, পুণরায সত্য প্রতিষ্ঠার জন্য সহস্র তরুণে’র বুকের রক্তে রাজপথে’ই অন্যায়ের অবসান হলো এক ক্ষমতা লোভী অপশক্তির হাত থেকে! রক্তচক্ষু, হিংস্র থাবা’র আঁচড় থেকে, স্বাধীন হলো বাংলাদেশ, সহস্র তরুণে’র বুকের তাজা রক্ত যেন নতুন করে পথ দেখালো গোটা বিশ্বকে।। ফ্যাসিস্ট জবরদখলবাজ, গণতন্ত্র হরণকারী কোন স্বার্থান্বেষী রাজনৈতিক মহলে’র ঠাঁই নেই সোনার বাংলাদেশে। সংকটময়কালে এ জাতি ঐক্যবদ্ধ হয়েছে বারংবার, বাঙালি প্রমাণ করেছে গর্বিত বুকের প্রতিধ্বনি একটাই। সবার আগে বাংলাদেশ; এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, ৫ আগস্টে পরাজিত শক্তির ক্ষমতার প্রতি লোলুপ দৃষ্টি’র আত্মকথন, গোপন উপাখ্যান এখন পুড়ে ছাই। চতুর্মুখী পরাজয়ে বিধ্বস্ত রক্ত পিপাসুরা ।! আবারো পথ হচ্ছে পালাবার। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোক দেখানো লোভনীয় দর্শনে বাঙালি সাময়িক হয়তো ভুলতে পারে, অস্তিত্বের প্রশ্নে কিছুই তাঁদের ভোলাতে পারে না। তাঁদের চোখমুখে, অন্তরে বুকে, পিঠে, একটাই ভালোবাসা “বাংলাদেশ”। -রাশিদুল হাসান সুজন

  • Related Posts

    “যোগ্য নেতৃত্বের অভাব: রাজনীতির বিপর্যয় ও উত্তরণের পথ”

    রাজনীতি করতে গেলে সবার আগে জানতে হবে রাজনীতি কী, দল কী, দেশ কী, জনগণ কী এবং দেশ পরিচালনার আদর্শ ও নীতিমালা কী হওয়া উচিত। নেতা ও কর্মী কাকে বলে, তাঁদের…

    বিজয়ে বিনির্মান

    ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অর্জিত বিজয় ২০২৪ -এর ৫ আগস্ট নতুন ভাবে ধুয়ে মুছে ঝকঝকে এক নতুন বাংলাদেশ দেবার প্রত্যয় নিয়ে এই দেশের মানুষের সামনে এসেছে। আর আমরা সেটা সাদরে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *